ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ১০

  ধূলিমলিন উপহার ; রামাদান

আল্লাহ ফিরিয়ে দেবেন না

** সুরা বাকারা আয়াত ১৮৩, ১৮৪, ১৮৫ ১৮৭ রামাদান সম্পর্কিত, মাঝে ১৮৬ আয়াত টি দুয়া সম্পর্কিত, এখানে রামাদানে দুয়ার গুরুত্ব অবহিত করা হয়েছে।

** রামাদান দুয়ার মাস। রামাদান দুয়া কবুলের উত্তম সময়।

সকল সময় দুয়ার জবাব দেয়া হয়। তবে কিছু সময়ে দুয়া কবুলের পসিবিলিটি বাড়ে। 

** দুয়া কবুলের বিশেষ সময় খুজে দুয়া করব।

 ** মাঝে মাঝে দুয়ার আনুষ্ঠানিকতা পালন করা যায়।যেমন অজু করে২ রাকাত নামাজ পড়ে কিবলামুখি হয়ে দুয়া করা।

**অতি উচ্চ বা নিম্ন স্বরে দুয়া না করা। সুরাহ আল ইসরাহ (১৭) আয়াত ১১০

**আল্লাহ দুয়া কবুল করবেন এই দৃঢ় সংকল্পের সাথে দুয়া করব।

** গাফেল অন্তরের দুয়া কবুল করা হয় না।

** ক্রমাগত দুয়া করতে থাকা। রাতারাতি দুয়া কবুল না হলে দুয়া ছেড়ে না দিয়ে দুয়ার পরিমান আরো বাড়িয়ে দেয়া।

** দুয়ার শুরুতে, মাঝে, শেষে দরূদ পড়া

** অন্তরের আমল করে দুয়া করা। দুয়ার আগে তাওবা করা, অন্যের হক আদায় করা, সাদাকা করা, 

** নির্যাতিত, অবহেলিত মুসলিমদের দুয়াতে শরিক রাখা।

** আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। 

বিস্তারিত ( ১৯ মিনিট) এখানে

No comments:

Post a Comment

Plz spread this word to your friends