মুসলিম ভাইবোনদের বিষয়ে উত্তম ধারণা রাখা

মাগরিবের জাম'আতে ফরজ ৩ রাক'আত নামায শেষ করে বের হয়ে যাওয়া ভাইটির দিকে তাকিয়ে আপনি ভাবলেন
– "২ রাকআত সুন্নাত না পড়েই চলে গেলো এই ভাই?
সুন্নাতের বিষয়ে মানুষ বড়ই উদাসীন আজকাল।"
.
অথচ আপনি জানেন না – ভাইটি "মুসাফির"!

.
.
ইশার জাম'আতে ফরজ ৪ রাক'আত নামায শেষ করে বের হয়ে যাওয়া আরেক ভাইয়ের দিকে তাকিয়ে আপনি ভাবলেন – 

"সুন্নাত আর বিতর না পড়েই চলে গেলো এই ভাই?
 এই উম্মাহ কিভাবে উন্নতি করবে?"
.
অথচ আপনি জানেন না – সেই ভাই সুন্নাত নামায বাসায় পড়েন। আর বিতর পড়েন শেষ রাতে, তাহাজ্জুদের পর। আর নিশ্চয়ই সেটি উত্তম।
______
.
মুসলিম ভাইবোনদের বিষয়ে উত্তম ধারণা রাখার চেষ্টা করবো আমরা ইন-শা-আল্লাহ।


এক মুসলিম ভাই এর লেখা হতে নেয়া