Why so serious? নাকি "Why aren't we serious??"



মুভি দেখার অভ্যাস আগেও ছিল না, এখন তো বটেই। কাজেই ব্যাটম্যান ছবিটাও দেখা হয় নি। তবে ব্যাটম্যানের ভিলেন জোকারের ডায়লগটা বিপুল জনপ্রিয়তা পেয়েছে এ খবর পৌঁছেছে। এতটাই যে মানুষের প্রোফাইলে ফেভারিট কোটেশনে লেখা দেখি "Why so serious?"

আমি জানিনা জোকার কোন প্রসঙ্গে কথাটা বলেছিল। কিন্তু আমাদের জীবনদর্শন আজ যেন এই একটা বাক্যে প্রকাশ পাচ্ছে। সিরিয়াস হতে হবে কেন?? আরে খাচ্ছ, ঘুমাচ্ছ, ফূর্তি করছ, এটাই তো লাইফ! এনজয় ইট!! একবার মরে গেলে তো আর লাইফটাকে ফেরত পাওয়া যাবে না। কাজেই উপভোগ কর, উপভোগ।

আল্লাহু আকবার। জীবনটা সিরিয়াসনেসের জিনিস রে ভাই, সিরিয়াসনেসের জিনিস। আজকে মৃত্যুকে ভুলে রাখতে কত আয়োজন চোখের সামনে। পারছে কেউ মৃত্যুকে ঠেকাতে?? পারছে না। যে মানুষগুলো কবরে শুয়ে আছে তাদের অনেকেই আজ হয়তো কেবল বলছে কেন মৃত্যু নিয়ে সিরিয়াস হইনি সময় থাকতে। কেন সময়কে হেলায় পার করেছি। অথচ কত মূল্য ছিল এই লাইফটাইমের!!

যারা বেঁচে আছি তাদের কানে সেই আর্তনাদ পৌঁছায় না। মৃত্যুকে ভুলে থাকাই শুধু না, মৃত্যু যেন উপভোগের জিনিস, তাকেও এনজয় করতে হয়! সাহিত্যে মৃত্যু এক ভাবের জিনিস, কাব্যের জিনিস। চান্নি পসর রাতে মরণের স্বপ্ন ব্যক্ত করেন প্রখ্যাত সাহিত্যিক। আবার কেউ জোছনা রাতে ফুলের বিছানায় শুয়ে মরণের আশা করেন। কত মধুর হবে যেন এই মৃত্যু!! আহা!! কফিনে শুয়ে কবিতা লিখতে লিখতে মৃত্যু!! দিগন্তবিস্তৃত প্রকৃতির শোভা দেখে মরণ!! কত ভাষা, কত কাব্য!! মরণকে "আলিঙ্গন", 'মৃত্যুর কোলে ঢলে পড়া,' কত আবেগ, কত সাহিত্য!!

সুবহান আল্লাহ্‌। এই মৃত্যুর কথা স্মরণে আসলে আল্লাহ্‌র নবীর সাহাবারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। কবর দেখলে উসমান (রা) কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। সালাতে দাঁড়ানোর আগে আলী (রা) মুখ ভয়ে সাদা হয়ে যেত। এর কারণ জিজ্ঞেস করলে বলতেন-'আমি কিছুক্ষণের মধ্যে আল্লাহ্‌র দরবারে আসামী হতে যাচ্ছি।'

এটাই ছিল তাদের সিরিয়াসনেস। আল্লাহ্‌ বলেছেন ইয়াওমুল কিয়ামাহ এ অপরাধীরা তাদের স্ত্রী-সন্তান সবাইকে জাহান্নামের অগ্নিকুণ্ডে ছুড়ে ফেলে দিয়ে হলেও নিজে আজাব থেকে বাঁচতে চাইবে। আল্লাহু আকবার। ভাবতে পারেন?? যে মা-বাবা, স্ত্রী-সন্তানকে প্রাণাধিক ভালোবাসা দেওয়া যায় মরণের আগে, সেইদিন তাদেরকে মুক্তিপণ দিয়ে হলেও বাঁচতে চাইব আমি-আপনি। সেইদিনের কথা স্মরণ করেও কেউ কি বলতে পারে, Why so serious??

আল্লাহ্‌ সূরা ক্বামারে বলেছেন বিচারদিবস সন্নিকটে। সূরা আম্বিয়ায় বলেছেন মানুষের হিসাবকিতাবের সময় নিকটবর্তী অথচ সে বেখবর হয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই যে সিরিয়াস হতে চাই না আমরা, এটাই কি বেখবরের লক্ষণ নয়?? যে সালাফরা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাঁদের ভীতি যদি এই পর্যায়ের হয়, তবে আমার-আপনার অবস্থানটা কোথায়?? কোন মোহে জীবন কাটিয়ে দিচ্ছি??

প্রশ্নটা হওয়া উচিত-"Why aren't we serious??"

Collected From
Brother
Jubaer Hossain