যে চৌদ্দটি আমলে রিজিক বাড়ে

লিখেছেনঃ আলী হাসান তৈয়ব


প্রথম আমল : তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা

দ্বিতীয় আমল : তাওবা ও ইস্তেগফার করা

তৃতীয় আমল : আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা

চতৃর্থ আমল : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরূদ পড়া

পঞ্চম আমল : আল্লাহর রাস্তায় ব্যয় করা

ষষ্ঠ আমল : বারবার হজ-উমরা করা

সপ্তম আমল : দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচার করা

অষ্টম আমল : ইবাদতের জন্য ঝঞ্ঝাটমুক্ত হওয়া

নবম আমল : আল্লাহর রাস্তায় হিজরত করা

দশম আমল : আল্লাহর পথে জিহাদ

একাদশ আমল : আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা

দ্বাদশ আমল : বিয়ে করা

ত্রয়োদশ আমল : অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দু‘আ করা

চতুর্দশ আমল : গুনাহ ত্যাগ করা, আল্লাহর দীনের ওপর সদা অটল থাকা এবং নেকীর কাজ করে যাওয়া।


প্রতিটি আমল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন


পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের এসব উপায়-উপকরণ যোগাড় করে রিজিক তথা হালাল উপার্জনে উদ্যোগী ও সফল হবার তাওফীক দান করেন। তিনি যেন আপনাদের রিজিক ও উপার্জনে প্রশস্ততা দান করেন। আমীন।


No comments:

Post a Comment

Plz spread this word to your friends