ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ৬

 ** মুমিনের প্রতিটি দিন ও রাতকে অতি সতর্কতার সাথে কাজে লাগানো দরকার।

** সময় আমাদের  প্রধান সম্পদ, আমাদের প্রধান বিনিয়োগ ।

** সাধারন দিনগুলোই একজন মুমিনের কাছে অতি মুল্যবান, রামাদানের দিন ও রাত গুলো আরো বেশি মুল্যবান।

** রামাদানের শীতলতা অনুভবের জন্য যথাযথ প্রস্তুতির এখনই সময়।

**অলসতা আমাদেরকে আল্লাহর ইবাদাতে বাধা দেয়, অবশ্যই তা প্রতিহত করতে হবে।

**দ্বীনের ব্যাপারে প্রতিযোগিতা করা

    আর দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা থেকে দূরে সরে যাওয়া 


** আখিরাতের জন্য দুনিয়াতেই সঞ্চয় করতে হবে। 

** নিজের চেয়ে উত্তম ব্যাক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করা দরকার। ( সুরা মতাফফিফিন ২৬)

** একমাত্র আল্লাহর সন্তুষ্টি কে নিজ জীবনের উদ্দ্যেশ্য বানালে আল্লাহ উত্তম প্রতিফল দিবেন। সুরা আন নাহল ৯৭)

বিস্তারিত (২০মিনিট) ভিডিও লিংক  এখানে

No comments:

Post a Comment

Plz spread this word to your friends