যে তীর লক্ষ্যভ্রষ্ট হয় না।
** কুরআন শুরু আর শেষ হয়েছে দুয়া দিয়ে। ( সুরা ফাতিহা ও সুরা নাস)
** দুয়ার দ্বারা চেয়ে নিতে হবে।
** গুনাহ থেকে সরে আসতে হবে, সাথে দুয়া করে যেতে হবে।
** দুনিয়ার মাঝে ডুবে থাকা হৃদয় নিয়ে দুয়া করছি, নাকি ইমানদার হৃদয় নিয়ে দুয়া করছি?
** রামাদান মাস দুয়া কবুলের মাস। মনের কোন জড়তা ছাড়া দুয়া করব। এই বরকত ময় সময়েও আল্লাহ দুয়া ফেরত দিবেন না।
** রাতের বেলার তীর ( তাহাজ্জুতের সালাতের দুয়া) শান দেয়ার মাস রামাদান, এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না।
** সবকিছুর জন্য আন্তরিক দুয়া-ই যথেষ্ট।
** দুয়া নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে দুয়া বিফলে যায়।
** শেষ রাতের দুয়া এমন এক তীর, যা লক্ষ্যচ্যুত হয় না।
** দুয়া- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বান্দার মধ্যকার সংযোগ।
রামাদান দুয়ার মৌসুম।
বিস্তারিত (১৬ মিনিট) এখানে ১ ( ১০ মিনিট) এখানে ২
No comments:
Post a Comment
Plz spread this word to your friends