১। ইবাদতের একমাত্র লক্ষ্য - আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মানুষকে দেখানো বা পার্থিব স্বার্থ হাসিল করা নয়।
২। দুনিয়া ও আখিরাতে সব সময় আল্লাহকে পাবো,
৩। আল্লাহর জন্য করা একান্ত, আন্তরিক, গোপনীয় আমল গুলোই একমাত্র সম্বল।
৪। বেশি বেশি ইখলাসপুর্ন, একান্ত গোপন আমল করার জন্য রামাদান শ্রেষ্ঠ সময়।
৫। আমরা নিজেরাও ভুলে যাবো আমাদের কৃত আমল্ গুলো।
৬। আমি অবশ্যই ঘুমাবো , যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না।
৭। হক ইলম কে কাজে পরিনত করতে হয়।
৮। গোপন আমল- আখিরাতে আল্লাহর পুরুস্কার প্রাপ্তির সুযোগ।
৯। বিচার দিবসে গোপন আমলের ব্যাপারে স্বরন করিয়ে দেয়া হবে।
বিস্তারিত (১৮মিনিট) ভিডিও লিংক এখানে
No comments:
Post a Comment
Plz spread this word to your friends