** মা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল, আল্লাহ তাঁর বান্দাদের প্রতি তার চেয়েও বেশী দয়াশীল।
** কখনো হতাশ হবেন না।
** ছোট / বড় যে কোন গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি আন্তরিকতার সাথে তওবা করি।
** রামাদান তাওবার জন্য শ্রেষ্ঠ সময়।
** তাওবা সতকর্মশীলদের জন্য এক স্বান্তনা।
** ওযু করে ২ রাকাত সালাত আদায়ের মাধ্যমে তওবাকে আরো বেশি প্রানবন্ত করে তোলা যায়।
** রামাদান হলো সমৃদ্ধি অর্জনেরসময়।
** নিজের ভালো কোন আমল নিয়ে অহংকার করব না।
** পরবর্তিতে আবার গুনাহ করব এই চিন্তা মাথায় রেখে তওবা করলে তওবা কবুল হয় না। আন্তরিকতার সাথে তওবা করতে হয়।
** বান্দার আন্তরিক তওবায় আল্লাহ খুশি হোন।
** সুরা আশ শুরা (৪২) আয়াত ৩০
বিস্তারিত ( ১৫ মিনিট ) এখানে
No comments:
Post a Comment
Plz spread this word to your friends