ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ১৩

** আল্লাহর সাথে যে ব্যবসা করতে চায়, তার সবসময় ফিকির থাকবে , কী করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সুরাহ ফাতির( ৩৫), আয়াত ২৯

** বেশিরভাগ মানুষ কিছু ইবাদাতে আটকে যায়, ফলে অনেক ইবাদাত সময়ের সাথে অপিরিচিত হয়ে পড়ে। 

** রামাদান হলো নিজের উন্নতি ঘটানোর ঈমানী থেরাপি।

** হারিয়ে যাওয়া এক ইবাদাত হলো ফজরের আগে ইস্তেগফার করা।ইস্তিগফারের দ্বারা দুনিয়া আর আখিরাত উভয় জীবনে সফলতা লাভ করা যাবে। সুরা হুদ (১১)আয়াত ০৩

** হারিয়ে যাওয়া আরেক ইবাদাত হলো তাফাক্কুর( গভীর চিন্তাভাবনা করা)  সুরাহ আলে ইমরান আয়াত ১০৯/১৯১

++ তাফাক্কুরের দ্বারা বদ্ধ অন্তর উন্মুক্ত হয়।

++ আল্লাহর প্রতি ভয়, আশা,ভালবাসা, নির্ভরতা, ক্ষমাপ্রার্থনা বৃদ্ধি করে।

++ কঠিন হৃদয়কে নরম করে।

++ বিনয়ী করে। 

++ ভালো কাজে অনুপ্রেরনা দেয়।

++ কলবের ময়লা দূর করে।

/++\ দুনিয়া নামক এই জেলখানার দুশ্চিন্তা দূর করতে কাজে লাগে।


** হারিয়ে যাওয়া আরেক ইবাদাত -- তাবাত্তুল

দিনের কিছু সময় দুনিয়া থেকে আলাদা হয়ে  আল্লাহর কাছে একান্তে ইবাদাত করা। সুরাহ মুজ্জাম্মিল (৭৩) আয়াত ০৮


আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন

বিস্তারিত ভিডিও লিঙ্ক এখানে


No comments:

Post a Comment

Plz spread this word to your friends