তাওবা ও ইনাবা
* প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য ব্যাকুল হয়ে থাকা, বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া। ক্রমাগত তাওবা করতে থাকা।
* মানব হৃদয় কে আল্লাহর দিকে ছুটে যেতেই হবে। এতে মানুষের জন্য সম্মান নিহিত।
* সর্ব অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়াই ইনাবা।
* সবচেয়ে বেশি আশা জাগানিয়া আয়াত ---- সুরা যুমার (৩৯) আয়াত ৫৩-৫৪
* ইনাবার ৩ স্তর। ৩য় স্তর অর্জন করা রামাদানে আমাদের লক্ষ্য।
* গুনাহ অন্তরকে শক্ত করে দেয়। সুরা বাক্বারা আয়াত ৭৪
* তাওবার দ্বারা অন্তর ক্লিয়ার করতে রামাদানের মত বরকতময় সময় আর নাই।
* রামাদানে খাবারের আয়োজনের চাইতে তাওবা, ইস্তিগফার, আর ভালো আমল করা কি বেশি জরুরি না?
* সবচেয়ে জঘন্য মাত্রার ধ্বংস হলো , গুনাহ করে তাওবা না করা, গুনাহের উপর অবিচল থাকা।
* বার বার ভুল করলেও হতাশার কিছু নাই। বারবার তাওবা করব, এটা শয়তানের পরাজয়। নিরাশ হয়ে তাওবা ছেড়ে দেয়া হলো শয়তানের জয়।
* খারাপ আর গুনাহের সাথে লড়াই চালিয়ে যেতে হবে।
বিস্তারিত (১৬ মিনিট ) আলোচনা এখানে
No comments:
Post a Comment
Plz spread this word to your friends