ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ২৮ ( বিদায় রামাদান )

১। অভিনন্দন তাদের, যারা পরিচ্ছন্ন আমলনামা হাতে রামাদান পার করেছে, যারা রামাদানে অশ্রু বর্ষন করেছে, আল্লাহর সাথে সম্পর্ক কে উপভোগ করেছে।


২। সৌভাগ্যবান সেই, যে রামাদানকে কাজে লাগিয়ে আল্লাহর সাথে নতুন সম্পর্ক  গড়তে পেরেছে।


৩। রামাদান চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর আনুগত্য, তেলাওয়াত, দুয়া, এই অভ্যাসগুলো যেন আমাদের ছেড়ে না যায়।


৪। রামাদানের শেষ দিন গুলোতে সর্বোচ্চ প্রচেস্টা দিবো ইন শা আল্লাহ।


৫। রামাদান পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিবো।

 ৬। আমরা যেনো এমন না হই - সুরা নাহল (১৬) আয়াত ৯২


৭। শয়তানকে কখনই তার প্রতিজ্জা পুরনের সুযোগ দিবো না। সুরা ইসরা (১৭) আয়াত ৬২


৮। অন্তরকে পবিত্র রাখার প্রচেষ্টা জারি রাখা।


৯। হতে হবে ঈমান দার মুসলিম, ইহসানি মুসলিম, রাব্বানি মুসলিম।


১০। আমল কবুলের জন্য দুয়া করব।


১১। বছরের বাকি দিনেও ইবাদাতগুলো যেন মিস না হয়, তাকওয়া যেন বছর জুরে আমাদের জীবনের অংশ হয়ে থাকে। 

বিস্তারিত YOUTUBE প্লে লিস্ট লিঙ্ক 

https://www.youtube.com/watch?v=D0HSa_9-f8g&list=PLrEnZj_8pclt_XvpICHJ48ualJVGsmlU8

No comments:

Post a Comment

Plz spread this word to your friends