১। ইবাদাত মানে আল্লাহর সাথে সাক্ষাত, আর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমাদের উপযুক্ত প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে।
২।পাপের কারনে হৃদয়ে কালো দাগ পড়ে, এই দাগ দূর করার জন্য রামাদান উত্তম সময়।
৩। অন্তরের দাগ দূর করতে করনিয়
** কোরআন অর্থ বুঝে তেলাওয়াত করা, তাফসির পাঠ করা।
**তালাবদ্ধ অন্তরকে শৃংখল্মুক্ত করা।
**আল্লাহর অনুগ্রহ স্বরন করা
**তওবা করে অনুতপ্ত হওয়া, অতীতের ঘাটতি পুরনে চেস্টা করা।
**সালাফদের আদর্শ অনুসরন করা, তাদের সাথে নিজ নিজ অবস্থার তুলনা করা।
** দুনিয়ার নানা ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।
বিস্তারিত (১৭মিনিট) ভিডিও লিংক এখানে
No comments:
Post a Comment
Plz spread this word to your friends