১। রামাদানের গুরুত্বপুর্ন শিক্ষা- মিথ্যা, জুলুম, গীবত হতে দূরে থাকা। এগুলো সাওম পালন এর অন্তর্ভুক্ত।
২। জিহ্বা সংযত না রাখলে সাওম পালন করেও প্রাপ্তি শুন্য। সাওম ভঙ্গ না হলেও আজর/ সওয়াব বঞ্চিত হতে হয়।
৩। রামাদান ট্রেনিং গ্রহনের সময়। নিজেকে পরিশুদ্ধ করার সময় । যেন বাকিসময় গুনাহ থেকে দূরে থাকা যায়।
৪। সাওমে ঘুমিয়ে থেকেও সওয়াব পাওয়া যায়, কিন্তু যখন ই মিথ্যা/ গীবত করা হবে, তখন ই সওয়াব প্রাপ্তি বন্ধ হয়ে যাবে।
৫। ভুল হবেই, তবে সাথে সাথে অনুতপ্ত হয়ে তওবা করা, সরল পথে চলতে শুরু করা।
৬। তাকওয়া ( সাওম এর অর্জন) হলো ঈমানি প্রতিরোধ ক্ষমতা।
৭। নিজ জিহ্বা সংযত না থাকলে নিজের নেক আমল অন্যদের দিয়ে দেয়া হয়।
৮। কারো দোষ নিয়ে তার আড়ালে কথা বলে গীবত। (যদিও সেই দোষ তার থাকে)
৯। গীবত শোনা থেকেও দূরে থাকা.
১০। গীবত/ গুজব থামিয়ে দেয়া।
বিস্তারিত অডিও লিঙ্ক
পার্ট ১ (১৪মিনিট)
পার্ট ২ ( ১৪মিনিট)
পার্ট ৩ ( ১৭মিনিট)
No comments:
Post a Comment
Plz spread this word to your friends