ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ১৭ ( সাওম এর মিষ্টতা )

 ১। সাওম ফরয করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য।

২। সাওম এর উপরের স্তর হলো সাওম কে উপভোগ করা,সাওম এ আনন্দ খুজে পাওয়া। বিস্তারিত এখানে 

৩। যে কোন ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সেই কাজে কষ্ট অনুভুত হয় না।

৪। তাওহীদ কে পুর্ন রুপে প্রতিষ্ঠিত করা যাবে সাওম পালন এর দ্বারা।

৫। সাওম শুধু আল্লাহর জন্য। আল্লাহ যদি সাওম কবুল করে নেন, তবে কোন কষ্ট ব্যাপার নয়।

৬। নিয়ত, লক্ষ্য, প্রেরনা হবে এক আল্লাহর উদ্দ্যেশ্যে, আল্লাহ কে ভালবাসা আর আল্লাহ কেই সন্তুষ্ট করা। 

৭। এই দুনিয়াতে কষ্ট , ত্যাগ স্বীকার করার মাধ্যমে আমরা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌছাবো ইন শা আল্লাহ

৮। ইয়া রব্বি , সাল্লিম, সাল্লিম

 

বিস্তারিত অডিও এখানে (২১ মিনিট )

No comments:

Post a Comment

Plz spread this word to your friends