ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ২৬- ২৭ ( ইযযাহঃ সম্মান কেবল ইসলামে )

 ১। রামাদানে অনেক কিছু শেখা যায়, যার মধ্যে জরুরী শিক্ষা হচ্ছে, ইবাদাত আর  আধ্যত্নিকা।


২। ইসলাম মর্যাদার ধর্ম, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের ধর্ম, মাথা উচু করে চলার ধর্ম।


৩। মানুষ যখন  তার নিজের নফস বা প্রবৃত্তির উপর বিজয়ী হতে পারে, তখনই সে নিজের জন্য চূড়ান্ত সম্মান অর্জন করে। 


৪। ইযযাহ / সম্মান অর্জনের গোপন সুত্রঃ ইবাদাত করা, হারাম ত্যাগ করা।


৫। যদি তুমি কিছু চাও, আল্লাহর কাছে চাও। 


৬। আমরা সেই জাতি, যাদের  আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোন উপায়ে সম্মান খুজি, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের কে অপমানিত করবেন।


৭। সুরা ফাতির ৩৫ আয়াত ১০  বিস্তারিত।


৮। দ্বীন ইসলাম নিয়ে হীনবল হবেন না।


৯। ইযযাহ হলো দুর্বল অবস্থাতেও  আপোষ না করা, ছাড় না দেয়া। ( হযরত বিলাল রাঃ এর উপর জুলুম আর তার আহাদ আহাদ উচ্চারন)


১০। ইযযাহ মানে মানুষ কে ভয় দেখানো নয়। ইযযাহ মানে মর্যাদা ও প্রতিপত্তি, যা মানুষের মনে সমীহ জাগায়।


১১। ইযযত তো আল্লাহ,তার রাসুল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না। সুরা মুনাফিকুন ৬৩, আয়াত ০৮

বিস্তারিত অডিও এখানে ( ১৭ মিনিট) এবং এখানে ( ১৭ মিনিট)

No comments:

Post a Comment

Plz spread this word to your friends