১। আল্লাহর রহমত পাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে যেন কোন নেতিবাচক চিন্তা কাজ না করে।
বরং আল্লাহর রহমতের আশায় নিজেদের সর্বোচ্চ চেস্টা করে যাওয়া।
২। আমরা যদি নবি সাঃ কে আমাদের সাধ্যমত অনুকরন না করি, এটা নিজের সাথে প্রতারনা করা হবে।
৩। সবচেয়ে উপযোগী ইবাদাত কোনটি? বিস্তারিত > এখানে
৪। ইবাদাতে পরিবারের সদস্যদের শামিল করা।
৫। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এটা অত্যন্ত শক্তিশালী সম্পর্ক।
৬। সব কিছু হতে বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহর সাথে সংযোগ স্থাপন এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।
৭। ইতিকাফ অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার ট্রেনিং।
৮। যুবক অবস্থাতেই আল্লাহর ইবাদাতে আত্মনিয়োগ করা উচিত।
৯। রামাদানের দিন গুলা যেন বছরের অন্য সাধারন দিনের মত চলে না যায়।
১০। আমরা কেউ জানি না, আগামি রামাদান আমরা পাবো কিনা। কবরে আমাদের কি অবস্থা হবে।
১১। আল্লাহর ইবাদাতে দ্রুততার সাথে এগিয়ে আসব ইন শা আল্লাহ।
বিস্তারিত অডিও এখানে (২৯ মিনিট )
No comments:
Post a Comment
Plz spread this word to your friends