ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ১৬ ( সাদাকা এর উপকার )

 ১। রাসুল সা ছিলেন বহমান বাতাসের চাইতেও উদার। বিস্তারিত অডিও এখানে 

২। রামাদান মানেই কুরআন আর দান সাদাকার মাস।

৩। দান করার সময় নম্র হতে হয়, আল্লাহ দান করার তৌফিক দান করেছেন। সুরা বাক্কারা  আয়াত ২৭২

৪। দানের দ্বারা নিজের উপকার।

৫। কোন ভালো আমলকে ছোট করে দেখবেন না। সুরা আলে ইমরান ৩ আয়াত ৯২ ঃ সুরা যিলযাল ৯৯ আয়াত ৭

৬। সাদাকায় সম্পদ কমে না।

৭। সাদাকা ঈমান, আমলকে বিশুদ্ধ করে।

৮। সাদা্কার সৌন্দর্য হচ্ছে গোপনীয়তা।

৯। সাদাকা নিজের জন্য। সুরা বাক্কারা আয়াত ২৭২


বিস্তারিত অডিও এখানে (২৪ মিনিট )

No comments:

Post a Comment

Plz spread this word to your friends