ধূলিমলিন উপহার ঃ রামাদান পর্ব ০১ (নফস কে শিকলবদ্ধ করুন)




*। রামাদান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত। 


*। এমন নিয়ামত , যার জন্য অনেক কবরবাসি উদগ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করছে, যদি আরেকবারের জন্যও তারা রামাদান পেতো। 
*। আমরা যারা রামাদান পেয়েছি/ পাবো, তাদের অনেকেই রামাদানের সদ্ব্যবহার না করার জন্য পরে আফসোস করবো । 
*। এই মাসের সদ্ব্যবহার এবং খালিসভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের সম্মানিত করেন। আমিন । 
*। আল্লাহ যেন আমাদের সেসব মুমিনদের অন্তর্ভুক্ত করেন , যারা এই রামাদানে নিজেদের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে নাযাতপ্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করবে। 
*। জীবনের প্রতি মুহুর্ত দামি, তার মাঝেও বেশি দামি রামাদানের  মুহুর্ত গুলো। 
*। রামাদান মাস হোক নিজেদের ইলম কে আমলে পরিণত করার মাস। 
*। এই মাসে সবদিক থেকে ক্ষমা আর সফলতা হাতছানি দিয়ে আহবান করে। এই মাসে আল্লাহর ক্ষমা না পাওয়া মানে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করা হয় নি। 
*। রামাদানে আল্লাহর ক্ষমা পাওয়ার ৩ টি মহা মূল্যবান সুযোগ , ১। সাওম ২। রাতে সালাত পড়া , ৩। লাইলাতুল ক্বদর 


*। দুনিয়ার শান্তি আর অনন্ত সুখের জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর রহমত  আর ক্ষমা একান্ত দরকার। 
*। যে ব্যক্তি রামাদানের এর ক্ষমা আর উচ্চ মর্যাদা লাভের সুযোগ হেলায় হারায়, তাকে নবী সাল্লাআহু আলাইহি ওয়া সালাম বদ দুয়া করেছেন। 


*। এই মাসের  বিশেষত্ব কি? 


*। আমাদেরকে এই মাসের মুল উদ্দেশ্য ভুলিয়ে রাখা হয়েছে। 


*। কেউ যদি এই মাসেও পাপ করে , তাহলে বুঝতে হবে , তার নফসুল আম্মারাহ বিস- সু স্বয়ং শয়তানের চেয়েও খারাপ। সুরা ইউসুফ ১২ঃ৫৩ 


*। নফস কে নিয়ন্ত্রণ ও পরাজিত করার এটাই সময় ।

 
*। রামাদান ঈমান এর জন্য শিফা। 


*। রামাদান আমাদের নফসের সাথে লড়াই করতে শেখায় । 


*। আল্লাহ তায়ালার সাথে সম্পর্কের প্রথম পদক্ষেপ আমাকেই নিতে হবে। সুরা গাফির ৪০ঃ৬০   /  সুরা বাঁকারা ০২ঃ১৫২ 


*। আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য মনের আকাঙ্ক্ষা উজ্জীবিত করতে হবে। 


*। যারা আল্লাহর জন্য সাম পালন করে আনন্দ পায় , সাওমকে উপভোগ করে , তারাই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ । 


*। আল্লাহর প্রতিবেশি হওয়ার সুযোগ । 

 

বিস্তারিত এই লিঙ্ক এ  ( ২১ মিনিট) 

https://youtu.be/D0HSa_9-f8g?si=Dc4WI9pyxl-7iemF 



No comments:

Post a Comment

Plz spread this word to your friends