আল্লাহতায়ালা আমাদেরকে উওম আখলাক গঠনের তোফিক দান করুক।আমিন

৫০ মিনিট সালাত আদায়, তাহাজ্জুদ পরা, যদিও তপ্ত বালুর বুকে দাঁড়িয়ে পড়েন যত টা কঠিন,,তার চেয়েও অনেক বেশি কঠিন উত্তম আখলাক ধারণ করে ১০-১৫ মিনিট সবর করা।

কেউ আপনার মুখের উপর থুথু দিল।আপনি জুতা খুলে তেড়ে এলেন বা তাকেও থুথু দিলেন।এটা অনেক ইজি। কঠিন হল, সবর করা,ক্ষমা করা,চুপ থাকা।

সুন্নত অনুযায়ী লেবাস পরা,কপালে সিজদাহ এর দাগ ওয়ালা বহু মানুষ আছে। কিন্তু উত্তম আখলাকের মানুষ দেখি খুব কম,যার সংস্পর্শ এ এলে হৃদয় শীতল হয়,পজিটিভ কিছু শেখা হয়।

আমার আখলাক মোটেও উত্তম না। একদম অধম থেকে একটু উপরে উঠার চেষ্টা করছি।

আশেপাশে অনেক টক্সিক মানুষ,নোংরা মানুষ। আমার চেয়ে বয়সে, জ্ঞানে,পজিশন এ অনেক বড় বড় মানুষ এর ও দেখি এই মেন্টালিটি যে কিভাবে এই মেয়ে /ছেলে কে টিজ করা যায়,পোক করা যায়।
তার পজিশন অনেক নিচে,আমি যা বলব সে সহ্য করতে বাধ্য।

কিন্তু এখানে ইকুয়েশন এ সেই মহান সত্তার কথা,আমার রাব্বের কথা ভুলে যাচ্ছেন যিনি আপনার,আমার মত অধমকে জবান দিয়েছেন,যিনি বিচারক দের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।
ধরলাম আমি অনেক পাপী, কিন্তু আমি চুপ থাকলাম। সবরের খাতায় কিছু যোগ হল।আপনি যে নোংরামি করলেন তা আপনার গুনাহের খাতায় যোগ হল।


এই দুনিয়ায় ২ দিনের বাদশাহ হয়ে আপনার কি এমন লাভ হল? আর ২ দিনের গোলাম হয়ে,বাঁদী হয়ে আমার কি ক্ষতি হল?

সেই দিনকে ভয় করেন যেইদিন আমলনামা খুলে দেখাবে। আমার খাতায় আমার সবর, আপনার টায় আপনার গুনাহ থাকবে(যদি আল্লাহ ক্ষমা না করেন)।

বদদুয়া দিতে হয় না,কিছু দুয়া অন্তরের "হায়" হিসেবে বেরিয়ে যায়।

আমার রাব্ব সূক্ষ্ম হিসাব গ্রহণকারী,আমার আপনার রাব্ব কে ভয় করুন।
আমার রাব্ব তো ন্যায় বিচারকারী।তাঁকে ভয় করুন।

আমাকেও ভয় করুন( মজলুম হিসেবে),,আমার মনের "হায়" ও আল্লাহ শুনেন।তিনিই আস-সামি'।
আমার হায় যদি গেঁথে যায়,আমার চোখের পানি, মনের অস্থিরতা যদি আল্লাহ কবুল করে নেন???


এইজন্য আল্লাহতায়ালা আমাদেরকে উওম আখলাক গঠনের তোফিক দান করুক।আমিন

 Genuine Post Link  Click HERE

No comments:

Post a Comment

Plz spread this word to your friends