বিআরটিএ তে পরীক্ষা দিতে গিয়েছিলাম। মোটর সাইকেলের লাইসেন্সের জন্য।
নিকুঞ্জের পাশে জোয়ারসাহারা। সারাদিনের অফিস মাটি। ন'টার সময়ে লিখিত
পরীক্ষা, দু'টায় মৌখিক, তিনটায় ব্যবহারিক।
লিখিত, মৌখিক পাশ-আলহামদুলিল্লাহ। মোটরসাইকেল চালানোর সময় জিগ-জ্যাগ করতে গিয়ে পা নেমে গেল। সাথে সাথে ফেল। আরেকজন বলল, আপনার পরিচিত কেউ আছে? বললাম, না! আহারে... বড় একটা দীর্ঘশ্বাসের সাথে বললেন সজ্জন ব্যক্তিটি।
বৃহষ্পতিবার যেতে হবে অ্যাডমিট কার্ড ফেরত আনতে। আবার ব্যাংকে যাও--১৭৩ টাকা দাও, আবার একদিন সারাদিনের পরীক্ষা, আরেকদিন ফলাফল। অনর্থক কঠিন পরীক্ষার মাধ্যমে জোর করে ফেল করিয়ে দেয়া। হাতে কিছু টাকা গুঁজে দিলেই পাশ যদিওবা।
লিখিত, মৌখিক পাশ-আলহামদুলিল্লাহ। মোটরসাইকেল চালানোর সময় জিগ-জ্যাগ করতে গিয়ে পা নেমে গেল। সাথে সাথে ফেল। আরেকজন বলল, আপনার পরিচিত কেউ আছে? বললাম, না! আহারে... বড় একটা দীর্ঘশ্বাসের সাথে বললেন সজ্জন ব্যক্তিটি।
বৃহষ্পতিবার যেতে হবে অ্যাডমিট কার্ড ফেরত আনতে। আবার ব্যাংকে যাও--১৭৩ টাকা দাও, আবার একদিন সারাদিনের পরীক্ষা, আরেকদিন ফলাফল। অনর্থক কঠিন পরীক্ষার মাধ্যমে জোর করে ফেল করিয়ে দেয়া। হাতে কিছু টাকা গুঁজে দিলেই পাশ যদিওবা।
আল্লাহর পরীক্ষার সাথে এই পরীক্ষার কত পার্থক্য। আল্লাহ কত চান আমরা পাশ
করি। কতভাবে সাহায্য করেন আমাদের। আমাদের কাছে ঘুষ চান না তিনি। আমাদের
খালি দেন আর দেন।
তা-ও আল্লাহর পরীক্ষাকে আমরা অবজ্ঞা করি। অথচ পার্থিব পরীক্ষা একবার ফেল করলে আবার দেয়া যায়। কিন্তু আল্লাহর পরীক্ষা শেষে কবরে গেলে ফেরার পথ থাকে না।
মানুষ কবে বুঝবে?
collected
তা-ও আল্লাহর পরীক্ষাকে আমরা অবজ্ঞা করি। অথচ পার্থিব পরীক্ষা একবার ফেল করলে আবার দেয়া যায়। কিন্তু আল্লাহর পরীক্ষা শেষে কবরে গেলে ফেরার পথ থাকে না।
মানুষ কবে বুঝবে?
collected
No comments:
Post a Comment
Plz spread this word to your friends