মুসলিম জাতিকে কুরআনে শ্রেষ্ট জাতি এবং কাফিরদেরকে loser হিসেবে বারবার
অভিহিত করা সত্ত্বেও মুসলিমরা অনেকাংশই কাফিরদেরকে আদর্শ হিসেবে মনে করে
এবং বিপজ্জনকভাবে তাদেরকে অনুসরণকেই শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথ হিসেবে
বেছে নিয়েছে। এটাই হল মুসলিমদের psychological enslavement বা
মনস্তাত্ত্বিক দাসত্ব।
যে হাতিকে জন্ম নেওয়ার পর থেকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখার অভ্যাস করে বড় করা হয়, বড় হওয়ার পরেও তাকে সেই চিকন দড়ি দিয়ে বেঁধে রাখা যায়। তার শক্তিশালী শরীর চাইলেই ঝটকা দিয়ে দড়িটাকে নিমিষে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু তা সে করে না। কারণ সে তার দড়ি-বাঁধা অবস্থাকে মেনে নিয়েছে এবং সে জানেও না তার দড়ি ছেঁড়ার ক্ষমতা আছে।
মুসলিমদের অবস্থা এখন হয়েছে এমন। কাফির সভ্যতার চাকচিক্যে আচ্ছন্ন হয়ে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব, গৌরবময় ইতিহাস ও সম্ভাবনার কথা তাদের মন থেকে বিস্মৃত হয়ে গেছে।
যে হাতিকে জন্ম নেওয়ার পর থেকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখার অভ্যাস করে বড় করা হয়, বড় হওয়ার পরেও তাকে সেই চিকন দড়ি দিয়ে বেঁধে রাখা যায়। তার শক্তিশালী শরীর চাইলেই ঝটকা দিয়ে দড়িটাকে নিমিষে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু তা সে করে না। কারণ সে তার দড়ি-বাঁধা অবস্থাকে মেনে নিয়েছে এবং সে জানেও না তার দড়ি ছেঁড়ার ক্ষমতা আছে।
মুসলিমদের অবস্থা এখন হয়েছে এমন। কাফির সভ্যতার চাকচিক্যে আচ্ছন্ন হয়ে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব, গৌরবময় ইতিহাস ও সম্ভাবনার কথা তাদের মন থেকে বিস্মৃত হয়ে গেছে।
No comments:
Post a Comment
Plz spread this word to your friends