নিয়ামত

"অবশ্যই তারা ভীষন অপরাধ করেছে যারা দুনিয়ায় ঈমানদারদের সাথে বিদ্রুপ করত" [সুরা আল মুতাফফিফিন:২৯]
"সেখানে সে কোনো বাজে কথা শুনবে না" [সুরা আল গাশিয়া:১১]
সুবহানআল্লাহ, মহান আল্লাহ তায়ালা কুরআনের বিভিন্ন স্হানে জান্নাতের রক্ষিত বিভিন্ন পুরস্কারের বর্ণনা করেছেন।
সুরা গশিয়ায় -প্রবাহমান ঝরণা, উচু উচু আসন, পানপাত্র, সারিসারি গালিচা রেশমের বালিশ, উৎকৃষ্ট কার্পেটের বিছানা উল্লেখ করেছন।
তবে এসব কিছুর আগে যে বিষয়ের কথা বলা হয়েছে তা হল সেখানে কোন বাজে কথা আমরা শুনবনা।
অর্থাৎ খোটা কথা, গালাগালি, টিটকারিমূলক কথা, যা দ্বীনের পথে চলা শুরু করার পর হয়তো কম বেশি প্রায়ই আমাদের শুনতে হয় বা হয়েছে। যা আমাদের মানসিক কষ্টের মাত্রা বাড়িয়ে দিতে যথেষ্ট।
এমন কষ্টকর মুহুর্তে কুরআনের আয়াতগুলো আমাদের স্মরণে আনতে হবে ইনশাআল্লাহ। বুঝাতে হবে যে আমার আল্লাহ জানে আমার মানসিক কষ্টের কথা, এমন কষ্টে আমি একা পরিনি। এমন কষ্ট অনুভব করেছিলেন সাহাবারাও, আলেমরাও, আবেদরাও। যারাই দুনিয়ার উপর আল্লাহকে ভালবেসেছে, দুনিয়া প্রেমীরা তাদেরই নানান অসার কথা, কটু বাক্যের দ্বারা তীরের মত বিদ্ধ করেছে। তাই তো জান্নাতের অশেষ নিয়ামতের মাঝে যেই কিছু সংখ্যক নিয়ামতের বর্ণনা আল্লাহ আমাদের জানিয়েছেন এটা তার মাঝে অন্যতম একটি নিয়ামত।
আল্লাহ আমাদেরকে তার অশেষ নিয়ামত উপলব্ধি করার তাউফিক দিক, ধৈর্য্য দিক এবং আমাদের অন্তরকে আল্লাহর শুকরিয়া আদায়কারি অন্তর হিসেবে কবুল করে নিন। আমিন।
Collected From
A Sister

No comments:

Post a Comment

Plz spread this word to your friends