ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ১৬ ( সাদাকা এর উপকার )

 ১। রাসুল সা ছিলেন বহমান বাতাসের চাইতেও উদার। বিস্তারিত অডিও এখানে 

২। রামাদান মানেই কুরআন আর দান সাদাকার মাস।

৩। দান করার সময় নম্র হতে হয়, আল্লাহ দান করার তৌফিক দান করেছেন। সুরা বাক্কারা  আয়াত ২৭২

৪। দানের দ্বারা নিজের উপকার।

৫। কোন ভালো আমলকে ছোট করে দেখবেন না। সুরা আলে ইমরান ৩ আয়াত ৯২ ঃ সুরা যিলযাল ৯৯ আয়াত ৭

৬। সাদাকায় সম্পদ কমে না।

৭। সাদাকা ঈমান, আমলকে বিশুদ্ধ করে।

৮। সাদা্কার সৌন্দর্য হচ্ছে গোপনীয়তা।

৯। সাদাকা নিজের জন্য। সুরা বাক্কারা আয়াত ২৭২


বিস্তারিত অডিও এখানে (২৪ মিনিট )

ধূলিমলিন উপহার ; রামাদান পর্ব ১৫ ( কুরআন এর শক্তি ও প্রভাব))

 ১। আল কুরআন অন্তর পরিবর্তনকারী।

২। কেন এই কুরআন আমাদের অন্তরকে আন্দোলিত করে  না? কারন আমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে।  ( সুরা বাক্কারা আয়াত ৭৪ )

৩। কুরআনের আলোয় অন্তরকে আলোকিত করে নেয়া জরুরী। 

৪। কুরআন বোঝার চেস্টা করা, চিন্তা ভাবনা করা। ( ইবনু কাসির)

৫। তিলাওয়াতের মাধ্যমে কুরআন এর সাথে সম্পর্ক করা।

৬।  কুরআন শোনা থেকে বঞ্চিত না থাকা।

৭। কিয়ামতের দিন বান্দার জন্য কুরআন এর ভুমিকা ?

৮। কুরআন হতে দূরে সরে যাওয়ার প্রভাব?  (সুরা ত্ব হা ২০ আয়াত ১২৪)

হে আল্লাহ

আমাদের অন্তর, কবর, ঘরগুলা কে কুরআন এর আলোতে আলোকিত করে দিন। আমিন 

বিস্তারিত এখানে (২০ মিনিট )