আলহামদুলিল্লাহ্‌

......আমি বর্তমানে যে ফোনটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে-Asus Zenfone5.। অসাধারণ একটা ফোন। আমার কাছে মনে হয় দাম ও Performance এর দিক দিয়ে বাজারের সেরা ফোন। 2GB র‍্যাম, 16GB রম, Intel Processor, Full HD Display, 8 Megapixel Camera with Sony Sensor,So Many Customizations। তাছাড়া আসুসের Software Service অসাধারণ, Regular Software Update দেয়। ৭ মাস ধরে ব্যবহার করছি এখন পর্যন্ত কোন সমস্যাই হয়নি আলহামদুলিল্লাহ্‌। কয়েকদিন আগে Kitkat থেকে Lollipop Update দিলাম। ফলে ফোনের Look এবং Performance সবকিছুই মনে হচ্ছে আগের চেয়েও দ্বিগুণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ্‌। সবচেয়ে বড় কথা ফোনটা নিয়ে আমি অসম্ভব রকম খুশি! আলহামদুলিল্লাহ্‌…আলহামদুলিল্লাহ্‌।
.
......অনেকের হয়তো মনে হচ্ছে আমি Asus এর Branding করতে নেমেছি বা User Review দিচ্ছি। আসলে তা না। মূল রহস্য সামনে....
.
…..কয়েকদিন আগে আমার এক কাছের বন্ধুর শ্বশুর-শাশুড়ি হজ্ব করতে গিয়ে তার জন্যে একটা Samsung Galaxy S6 ফোন নিয়ে আসে!! তো ওর সাথে দেখা হইলেই ওর ফোনটা হাতে নিই, বিভিন্ন Settings এবং Customization ঠিক করে দেই। ঠিক ঐ মুহূর্তে আমার ফোনটাকে আমার কাছেই কেমন জানি মিসকিন মিসকিন লাগে!!। তখন মনে হয় ইশ! আমার ফোনটাও যদি Samsung Galaxy S6 হইতো!!!
.
.....তাহলে একবার চিন্তা করুন, যে ফোনটাকে নিয়ে আমি এতো খুশি সেই ফোনটাকেই এখন আমার কাছে মিসকিন মিসকিন মনে হচ্ছে!! কারণটা কি?? ফোনটায় কি কোন সমস্যা দেখা দিয়েছে??
.
-না, আমার ফোনে কোন সমস্যা দেখা দেয় নি। সমস্যা আমার মাঝে দেখা দিয়েছে, মনে মনে আমি ওর ফোনটার সাথে আমার ফোনটার তুলনা করতে গিয়েছি।
.
……হুম। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা বা বাস্তব জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ। অনেক কিছু থাকার পরেও আমরা নিজেদেরকে সুখি মনে করিনা, আলহামদুলিল্লাহ্‌ বলতে পারিনা কারণ আমরা নিজেদেরকে অন্যের কি আছে সেটার সাথে তুলনা করতে যাই। তুলনা করতে যাওয়াটা সমস্যা হইতো না যদি আমরা আমাদের চেয়ে যাদের কম আছে তাদের সাথে তুলনা করতে যাইতাম। কিন্তু না, আমরা তা করিনা। আমরা নিজেদেরকে তুলনা করি আমাদের চেয়ে যাদের বেশী আছে তাদের সাথে।
.
…….হয়তো আপনার একটা X Corolla গাড়ি আছে, কিন্তু গাড়িটা নিয়ে আপনার মনে পরিপূর্ণ সুখ নাই কারণ আপনার বন্ধুর গাড়িটা হচ্ছে Mercedes বা Prado। এবার উল্টোটা চিন্তা করেন যে, আপনার তো একটা গাড়ি আছে কিন্তু অনেকের কাছে হয়তো রিকশা দিয়ে যাতায়াত করার ভাড়াটাও নেই!!। দুঃখের বিষয় আমরা খুব কমই উল্টোটা চিন্তা করে থাকি।
.
-ফলাফলঃ-আল্লাহ্‌ যথেষ্ট ভালো রাখা সত্ত্বেও আমরা নিজেদের দোষে দূষিত হয়ে সেই সুখটা বা ভালোটা উপলব্ধি করতে পারিনা!!
.
.....সুতরাং সুখে থাকার মূলমন্ত্র হচ্ছে- নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা কারণ এর চেয়েও তো খারাপ হইতে পারতো। কেননা রাসুল (সাঃ) বলেছেন,
“যখনি তোমার উপরের শ্রেণীর লোকদের (অন্যের প্রাচুর্য) দেখে মন খারাপ হবে তখনি তোমার নিচের শ্রেণীর লোকদের দিকে তাকাও তাহলেই দেখবে ঐ প্রাচুর্যের জন্য তোমার আর খারাপ লাগছেনা।”(ভাবানুবাদ)-সহীহ মুসলিম, জামে আত তিরমিজি।
-সুবাহানাল্লাহ। কি অসাধারণ কথা!!
.
……সো সুখি হইতে চাইলে, নিজের কি নাই সেটা চিন্তা না করে, নিজের কি আছে সেটা নিয়ে চিন্তা করেন, তার জন্য আলহামদুলিল্লাহ্‌ বলেন। ব্যাস!! সুখি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট!!

collected

No comments:

Post a Comment

Plz spread this word to your friends