আলহামদুলিল্লাহ্

একটা বিড়ালের বাচ্চা অত্যন্ত তুচ্ছ কোন বস্তু নিয়েও ঘন্টার পর ঘন্টা মহা আনন্দে খেলতে পারে৷ কখনো একটু দলা পাকানো কাগজ, কখনো বা ঝুলে থাকা দড়ি, কখনো নিজের লেজটা নিয়ে হুটোপুটি করে খেলে সে, কীভাবে পারে, আল্লাহ্ই ভালো জানেন৷
সামান্য খাবার, একটু ঘুমানোর জায়গা আর গায়ে-মাথায় হাত বুলিয়ে দিলে এরা খুশি৷ তাও যেমন তেমন খুশি না, মহা খুশি৷
এদের কৃতজ্ঞতার অকৃত্রিম বহি:প্রকাশ মনে করিয়ে দেয় ঐ কথাটা-

আদম সন্তানকে যদি একটা পাহাড় সমান স্বর্ণ দেয়া হয়, তাহলে সে আরেকটা চাইবে৷ একমাত্র কবরের মাটিই পারবে তার ক্ষুধা নিবৃত করতে৷

ও আমার রব, আমার চাহিদার আগুনকে আপনার প্রতি কৃতজ্ঞতার অশ্রু দিয়ে নিবৃত করার মত হৃষ্ট হৃদয় আমাকে দান করুন যেন যৎসামান্য প্রাপ্তিতেও অন্তর চিরে বেরিয়ে আসে 'আলহামদুলিল্লাহ্!'

সংগৃহীত