একটা বিড়ালের বাচ্চা অত্যন্ত তুচ্ছ কোন বস্তু নিয়েও ঘন্টার পর ঘন্টা মহা
আনন্দে খেলতে পারে৷ কখনো একটু দলা পাকানো কাগজ, কখনো বা ঝুলে থাকা দড়ি,
কখনো নিজের লেজটা নিয়ে হুটোপুটি করে খেলে সে, কীভাবে পারে, আল্লাহ্ই ভালো
জানেন৷
সামান্য খাবার, একটু ঘুমানোর জায়গা আর গায়ে-মাথায় হাত বুলিয়ে দিলে এরা খুশি৷ তাও যেমন তেমন খুশি না, মহা খুশি৷
এদের কৃতজ্ঞতার অকৃত্রিম বহি:প্রকাশ মনে করিয়ে দেয় ঐ কথাটা-
আদম সন্তানকে যদি একটা পাহাড় সমান স্বর্ণ দেয়া হয়, তাহলে সে আরেকটা চাইবে৷ একমাত্র কবরের মাটিই পারবে তার ক্ষুধা নিবৃত করতে৷
ও আমার রব, আমার চাহিদার আগুনকে আপনার প্রতি কৃতজ্ঞতার অশ্রু দিয়ে নিবৃত করার মত হৃষ্ট হৃদয় আমাকে দান করুন যেন যৎসামান্য প্রাপ্তিতেও অন্তর চিরে বেরিয়ে আসে 'আলহামদুলিল্লাহ্!'
সংগৃহীত
সামান্য খাবার, একটু ঘুমানোর জায়গা আর গায়ে-মাথায় হাত বুলিয়ে দিলে এরা খুশি৷ তাও যেমন তেমন খুশি না, মহা খুশি৷
এদের কৃতজ্ঞতার অকৃত্রিম বহি:প্রকাশ মনে করিয়ে দেয় ঐ কথাটা-
আদম সন্তানকে যদি একটা পাহাড় সমান স্বর্ণ দেয়া হয়, তাহলে সে আরেকটা চাইবে৷ একমাত্র কবরের মাটিই পারবে তার ক্ষুধা নিবৃত করতে৷
ও আমার রব, আমার চাহিদার আগুনকে আপনার প্রতি কৃতজ্ঞতার অশ্রু দিয়ে নিবৃত করার মত হৃষ্ট হৃদয় আমাকে দান করুন যেন যৎসামান্য প্রাপ্তিতেও অন্তর চিরে বেরিয়ে আসে 'আলহামদুলিল্লাহ্!'
সংগৃহীত
No comments:
Post a Comment
Plz spread this word to your friends