বাচ্চাদের নামাজ পড়া বা মসজিদে যাওয়ার প্র্যাকটিস করা

বাচ্চাদের নামাজ পড়া বা মসজিদে যাওয়ার প্র্যাকটিস করা নিয়ে এবং অভ্যস্ত করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে।
 বিভিন্নভাবে তাকে বোঝাতে হবে, তার সময় বয়স, তার আগ্রহ ইত্যাদির কথা মাথায় রেখে সময় নিয়ে বুঝিয়ে যাওয়া প্রয়োজন।
 
কোন বিষয়ে তার আগ্রহ বেশি সেটার সাথে মসজিদকে রিলেট করতে হবে।
 ছোট ছোট ইসলামী কার্টুন ইসলামী গান যেগুলো মসজিদে যেতে আগ্রহী করে তোলে উৎসাহী করে তোলে সেগুলো শোনানো, দেখানো যেতে পারে। 
এমন কোন গেম আছে কিনা আমার জানা নেই তবে থাকলে সেটিও খেলানোর চেষ্টা করা যেতে পারে যাতে সে আনন্দের মাধ্যমে এবং তার আগ্রহের বিষয় বস্তুর মাধ্যমেই মসজিদে যাওয়া কে পছন্দ করে।
 
আমরা অনেকেই অধৈর্য হয়ে যাই কয়েকবার বললে এবং ছেলে কথা না শুনলে তার উপর ছেড়ে দিতে চাই। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত হযরত নূহ আলাইহিস সালামের কথা তিনি তার ছেলেকে শত শত বছর ধরে দাওয়াত দিয়ে গেছেন।