দুনিয়াতে
আমরা মুসাফিরের মত; এখানে লক্ষ্যনীয়, মুসাফির আর পর্যটক কিন্তু এক না।
ট্রাভেলার এবং ট্যুরিস্ট এর মধ্যে পার্থ্যক্য আছে। আমাদের অধিকাংশ লোকেরাই
দুনিয়ার প্রতি আচরণ একজন ট্যুরিস্ট এর মত, ট্রাভেলার এর মত নয়।
ট্যুরিস্ট তার গন্তব্যস্থলে পৌঁছে প্রতিটি জিনিসের স্বাদ আনন্দ উপভোগ করতে চায়, প্রতিটি দর্শনীয় স্থান দেখতে চায়, মজার সব খাবার চেখে দেখতে চায়, মজার সব খেলায় অংশ নিতে চায়। সে যদি একটি কিছু উপভোগ না করতে পারে, তাহলে নিজের অবস্থানকে বৃথা মনে করে, আফসোসে মরে যায়।
অপরদিকে মুসাফির বা ট্রাভেলার এগুলো নিয়ে মজে থাকে না, সামনের দিকে এগিয়ে যায়, গন্তব্যে না যাওয়া পর্যন্ত তার বিশ্রাম নেই।
দুনিয়াতে আমাদের মুসাফিরের মতই থাকা উচিত বলে উপদেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ট্যুরিস্ট তার গন্তব্যস্থলে পৌঁছে প্রতিটি জিনিসের স্বাদ আনন্দ উপভোগ করতে চায়, প্রতিটি দর্শনীয় স্থান দেখতে চায়, মজার সব খাবার চেখে দেখতে চায়, মজার সব খেলায় অংশ নিতে চায়। সে যদি একটি কিছু উপভোগ না করতে পারে, তাহলে নিজের অবস্থানকে বৃথা মনে করে, আফসোসে মরে যায়।
অপরদিকে মুসাফির বা ট্রাভেলার এগুলো নিয়ে মজে থাকে না, সামনের দিকে এগিয়ে যায়, গন্তব্যে না যাওয়া পর্যন্ত তার বিশ্রাম নেই।
দুনিয়াতে আমাদের মুসাফিরের মতই থাকা উচিত বলে উপদেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
No comments:
Post a Comment
Plz spread this word to your friends