ঈমান ও আমাল পরস্পর পরিপূরক




কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন, ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা, অতি প্রয়োজনীয় বিষয়। তার থেকেও প্রয়োজনীয় ব্যাপার হল অর্জিত জ্ঞানকে আমালে রুপান্তরিত করা।
 সমস্ত
জীবন জ্ঞান অর্জন করে  সেই অনুযায়ী আমাল না করলে পরকালিন মুক্তির পথ কঠিন হবে কোন সন্দেহ নাই।

 আল্লাহ পাক আমাদের জ্ঞান অর্জনের সাথে সাথে আমাল করার

তৌফিক দান করেন এবং আমাদের আমালের পরিবেশে   বেশী সময় থাকার তৌফিক দান করেন। আমীন।