উত্তম আখলাক অর্জন


কেউ সুগন্ধি ব্যবহার করলে  তা বুঝার জন্য যেমন বলার অপেক্ষা রাখে না, গন্ধ আপনি আশপাশ আমদিত করে তোলে। সদাচরণ/ উত্তম চরিত্র ঠিক তেমনি তার উজ্জলতা দিয়ে চারপাশের অন্ধকার দূর করবেই। আমাদের স্বভাবে যখন  নবী [সা] এর আখলাক এসে যাবে , তখন তার প্রভাবে আপনিই  চারিদিকে ঈমান ও ইসলামের প্রসার ঘটতে থাকব । এই আখলাকের এমনই  শক্তি যে, বড় থেকে বড় , প্রভাবশালী বাক্তিদের কেও নতজানু করে দেয়। বড় বড় শক্তিকে ধরাশায়ী করে ফেলে। প্রবল  প্রচণ্ড কুফরি শক্তিও তার সামনে নিস্তেজ নির্জীব হয়ে যায়।  কাজেই আমাদের নবীর [সা] সেই উত্তম আখলাক অর্জন করতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমীন।