কেউ সুগন্ধি ব্যবহার করলে তা বুঝার জন্য যেমন বলার অপেক্ষা রাখে না, গন্ধ আপনি আশপাশ আমদিত করে তোলে। সদাচরণ/ উত্তম চরিত্র ঠিক তেমনি তার উজ্জলতা দিয়ে চারপাশের অন্ধকার দূর করবেই। আমাদের স্বভাবে যখন নবী [সা] এর আখলাক এসে যাবে , তখন তার প্রভাবে আপনিই চারিদিকে ঈমান ও ইসলামের প্রসার ঘটতে থাকব । এই আখলাকের এমনই শক্তি যে, বড় থেকে বড় , প্রভাবশালী বাক্তিদের কেও নতজানু করে দেয়। বড় বড় শক্তিকে ধরাশায়ী করে ফেলে। প্রবল প্রচণ্ড কুফরি শক্তিও তার সামনে নিস্তেজ নির্জীব হয়ে যায়। কাজেই আমাদের নবীর [সা] সেই উত্তম আখলাক অর্জন করতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমীন।
উত্তম আখলাক অর্জন
কেউ সুগন্ধি ব্যবহার করলে তা বুঝার জন্য যেমন বলার অপেক্ষা রাখে না, গন্ধ আপনি আশপাশ আমদিত করে তোলে। সদাচরণ/ উত্তম চরিত্র ঠিক তেমনি তার উজ্জলতা দিয়ে চারপাশের অন্ধকার দূর করবেই। আমাদের স্বভাবে যখন নবী [সা] এর আখলাক এসে যাবে , তখন তার প্রভাবে আপনিই চারিদিকে ঈমান ও ইসলামের প্রসার ঘটতে থাকব । এই আখলাকের এমনই শক্তি যে, বড় থেকে বড় , প্রভাবশালী বাক্তিদের কেও নতজানু করে দেয়। বড় বড় শক্তিকে ধরাশায়ী করে ফেলে। প্রবল প্রচণ্ড কুফরি শক্তিও তার সামনে নিস্তেজ নির্জীব হয়ে যায়। কাজেই আমাদের নবীর [সা] সেই উত্তম আখলাক অর্জন করতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমীন।
Subscribe to:
Posts (Atom)