আসুন, আমাদের ঈমানকে যাচাই করি




একবার মুসলমানরা খ্রিস্টানদের ‘হামস’ দুর্গ অবরোধ করে। সেই দলের দলপতি ছিলেন হযরত উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)। পাদ্রিরা খ্রিস্টানদেরকে মুসলমানদের সাথে সন্ধি করার পরামর্শ দিয়ে বলল, এরা শেষ নবীর (সাঃ) অনুসারী। এদের সাথে লড়াই করা বৃথা। জবাবে যুবক খ্রিস্টান সেনারা বলল, তা হতে পারে না। আমরা পারস্যবাসীদের দাঁত ভেঙ্গে দিয়েছি, আর এরা তো আরব।  খ্রিস্টানরা সন্ধি না করায় হযরত উবাইদা (রাঃ) দুর্গ অবরোধ করতে বাধ্য হলেন।

তিনি সেনাদের বললেন, আমি তাকবীর দেয়ার পর তোমরা সকলে অজু করে আক্রমন করার জন্যে প্রস্তুত হয়ে যাবে। তারপর তিনি নগর প্রাচীরের নিকটবর্তী হয়ে তাকবীর বললেন। সঙ্গে সঙ্গে পুরা শহরে কম্পন সৃষ্টি হল।

তিনি আবার ‘আল্লাহু আকবার’ বললেন। এবার দুর্গের দেয়াল বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়ল।
পাদ্রিরা এ অবস্থায় খ্রিস্টান সেনাদের বলল, আমরাতো পূর্বেই বলেছিলাম যুদ্ধ না করতে। তাদের এক ‘আল্লাহু আকবার’ ধ্বনিতেই দুর্গের প্রাচীর ভেঙ্গে পড়েছে। আর যদি অস্ত্র বের করে তাহলে না জানি কি অবস্থা হয়।

সেই ‘আল্লাহু আকবার’ এখন আমরাও বলি। তাঁদের ‘আল্লাহু আকবার’ দুর্গ- প্রাচীর ধসিয়ে দিয়েছিল। আর আমাদের তাকবীর আমাদের জবান থেকে মিথ্যাকেই দূর করতে পারে না, দৃষ্টি থেকে নির্লজ্জতাকে দূর করতে পারে না, কান থেকে গান শোনার ইচ্ছাকে দূর করতে পারে না, হাতকে জুলুম থেকে বিরত রাখতে পারে না।
এ থেকে বুঝা যায়, আমাদের তাওহিদ আমাদের হৃদয়ের গভীর থেকে উৎসারিত নয়।
আল্লাহ আমদের সবাই কে হেদায়েত দান করুন। আমীন।