চিরন্তন সত্য

'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাথীদের ইসলাম গ্রহণের কারণে বয়কট করা হয়েছিল, এমনকি খাদ্যের অভাবে তারা শুকনো গাছের পাতা চিবিয়ে খেতে বাধ্য হয়েছিলেন। আজকের দিনেও যারা সেই নবী ও তাঁর সাথীদের মানবে তাদেরকেও বয়কট করা হবে, আর যদি বয়কট করা নাও হও- নিজের ঈমান বাঁচানোর জন্য যদি সাবধানতা অবলম্বন করেন, দেখবেন আপনি auto বয়কট হয়ে গেছেন!'

কত সত্য কথাগুলো! বলাই বাহুল্য বর্তমান যুগে একজন মুসলিম হিসবে বেঁচে থাকতে চাইলে আপনি সব জায়গায় যেতে পারবেন না, সবার সাথে উঠা বসা করতে পারবেন না, দাড়ি কিংবা হিজাবের কারণে আপনার পরিধি ছোট হয়ে আসবে, কর্মক্ষেত্র সংকুচিত হবে, তবে হ্যাঁ, একটা জিনিস আপনি ঠিকই পাবেন যদি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন --- প্রশান্তি।