ইয়া রব, হেদায়েত দাও, তোমার পথে চলার শক্তি দাও

মুসলিম হিসেবে তো কতজনই জন্ম নেয়। কিন্তু শেষতক জায়গা করে নেয় জাহান্নামের আগুনে।
 সারাজীবন নাচ, গান, পার্টি কোরে সুদ, ঘুষ খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে নির্লিপ্ত ভাবে চলাফেরা। মুসলিম একটা নাম শুধু বস্তির শিশুদের কোমরে-বাঁধা-তাবিজের মত অযত্নে মানুষটার সাথে লটকে থাকে, কাজেকর্মে ইসলামের কোনো প্রকাশ থাকে না।

তবুও অনেকেই সময় থাকতে মোড় ঘুরে দাঁড়ায়। জীবনের আগাছাগুলো পরিষ্কার করে নতুন করে শুরু করার চেষ্টা করে। জান্নাতে যাওয়ার রহস্যটা এখানেই।

আপনার সামনে যখন ইসলামের আলো হাজির হয়, একে কবুল করুন। 
 যদি কেউ উত্তম উপদেশ দেয়, একে কবুল করুন। 
যখন কেউ ইসলামের দিকে ডাকে, সেই ডাকে সাড়া দিন।
 জীবনটা বদলানো যত কঠিনই হোক না কেন, রবের কাছে কোনো এক রাতের আঁধারে চুপিচুপি বলুন, ইয়া রব, হেদায়েত দাও, তোমার পথে চলার শক্তি দাও।
 জান্নাতের পথে হাঁটার সুযোগ করে দাও।
মন যখন রবের রহমত পাওয়ার আশায় ব্যাকুল হয়ে যায়, আল্লাহ কি তা ফেলতে পারেন?
 মহান তাঁর ক্ষমতা, বিশাল তাঁর দয়া।
 এত দয়া যার, তার কাছে সত্যিই অন্তর থেকে কিছু চাইলে সে ফিরিয়ে দেবে এমন হয় না--নিশ্চয়ই আমাদের রব বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান।

>>কালেক্টেড পোস্ট<<

No comments:

Post a Comment

Plz spread this word to your friends