আফসোস , শুধুই আফসোস ...!!!!

আমার কিছু কথা বলি মজা করে যা আমাদের কথা নয় ...

১. ... এর ... ‘আব্দুল্লাহ’

২. তুই একটা ‘মফিজ’

৩. ‘মোল্লার’ দৌড় ‘মসজিদ’ পর্যন্ত

৪. এইটা হলে কি ‘মহাভারত’ অশুদ্ধ হয়ে যাবে ?

৫. তুই একটা ‘ছাগু’ (দাড়িওয়ালাদের জন্য)

৬. কস কি ‘মমিন’?

আচ্ছা ...
‘আব্দুল্লাহ’ কার নাম ?
‘মোল্লা’ কাদের বলা হয়?
‘মসজিদ’ কার ঘর ?
‘মহাভারত’ কি শুদ্ধ ?
‘দাড়ি’ কার বৈশিষ্ট্য ?
‘মমিন’ কে?

আমার কি চিন্তা করি না যে আমরা কি বলছি ?
আমাদের মুখে কোন কিছুই এখন আর আটকায় না ?
ইসলামকে নিয়ে হাসি তামাশা করে যে কথাগুলো বলা হয়েছে আমরা নিজেরাই তা আমদের উপর প্রয়োগ করছি ???

আফসোস হয় শুধুই আফসোস ...!!!!

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ (জিহ্বা) এবং দুই রানের মধ্যভাগ (লজ্জাস্থান) হেফাজতের দায়িত্বগ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি।” [বুখারী, ৬৪৭৪]

“যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে।” [বুখারী ও মুসলিম]

“মু’মিন ব্যক্তি কখনো ঠাট্টা- বিদ্রুপকারী, অভিশাপকারী, অশ্লীলভাষী ও অসদচারী হতে পারে না।” [তিরমিযি]

No comments:

Post a Comment

Plz spread this word to your friends