জীবনের লক্ষ্য কি???


ক্ষণস্থায়ী আমাদের জীবন।

জন্ম নেয়ার ক্ষেত্রে সিরিয়াল আছে। দাদা,বাবা,ছেলে,নাতি। কিন্তু কার কখন মৃত্যু তার কোন গ্যারান্টি নাই। বৃদ্ধ বাবা বেচে থাকতেই ছেলে মারা যায়।

ক্ষণস্থায়ী এই জীবনের জন্য আমাদের সব আয়োজন। অথচ মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের ব্যাপারে আমরা উদাসীন।
 জন্মিলে মরিতে হবে সবাই স্বীকার করি কিন্তু মৃত্যুর কথা ভুলে দুনিয়া নিয়ে busy থাকি।

এই দুনিয়ার ইজ্জত, বেইজ্জতি, সুখ, দুঃখ সবই মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে।আর মৃত্যুর পরের জীবনের (আখিরাতের) ইজ্জত,বেইজ্জতি, সুখ,দুঃখ চিরস্থায়ী। আখিরাতে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় নিজ নিজ অঙ্গপ্রত্যঙ্গ যখন তার বিরুদ্ধে তার পাপকর্মের সাক্ষী দিবে তখন বেইজ্জতি হবে সীমাহীন।

আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মৃত্যুর আগেই আমাদের জীবনের উদ্দেশ্য বোঝার তওফিক দান করুন। সেই অনুযায়ী আমল করার তওফিক দান করুন। আমীন।

www.mahbub.info.ms



2 comments:

  1. খুব খাটি কথাগুলো বলেছেন. জীবনে চলার পথে আমাদেরকে শান্তির কথা শুনে চলছে চারিদিগ থেকে বিপদ আসতে পারে. তাই শান্তির পথে চলা উচিত. জীবন মানেই হিসেব-নিকেশের এক মহাসমুদ্র

    ReplyDelete
    Replies
    1. ঠিক ঠিক আপনার মত আর সবাই যদি বুঝত তাহলে অনেক ভালো লাগতো।

      Delete

Plz spread this word to your friends